kalerkantho

মঙ্গলবার । ২৪ ফাল্গুন ১৪২৭। ৯ মার্চ ২০২১। ২৪ রজব ১৪৪২

ইয়েমেনে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪০ হুতি বিদ্রোহী নিহত

অনলাইন ডেস্ক   

১৮ জানুয়ারি, ২০২১ ১৮:৪৮ | পড়া যাবে ১ মিনিটেইয়েমেনে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪০ হুতি বিদ্রোহী নিহত

পশ্চিম ইয়েমেনের আল হুদায়েদা প্রদেশে সংঘর্ষে ৪০ হুতি বিদ্রোহী ও দুই ইয়েমেনি সেনা নিহত হয়েছেন। গতকাল রবিবার এ সংঘর্ষ হয়। সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আল হুদায়হ প্রদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা হায়স ও আদ দুরায়হিমিতে সরকারি বাহিনীর ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল হুতি বিদ্রোহীরা। গোপন সূত্রে খবর পেয়ে হুতিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালায় সেনাবাহিনী। এ অভিযানে ওই হতাহতের ঘটনা ঘটে।

এ সময় অন্তত ৫৫ হুতি বিদ্রোহীসহ ১০ সেনা সদস্য গুরুতর আহত হয়েছে। তবে এ ঘটনায় হুতিদের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।

২০১৪ সাল থেকে ইয়েমেনে সহিংসতা ও অস্থিতিশীলতা বিরাজ করছে। ওই বছর হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বেশির ভাগ অংশ দখল করেছিল। ইয়েমেনি সরকারকে পুনর্বহাল করার লক্ষ্যে সৌদি নেতৃত্বাধীন জোট দেশটির পরিস্থিতি আরো খারাপ করে তুলেছে। হুতিদের সঙ্গে সরকারি বাহিনীর চলমান অস্থিরতায় দেশটির কয়েক লাখ লোক অনাহারের দ্বারপ্রান্তে। দেশটি বিশ্বের সবচেয়ে খারাপ মানবসৃষ্ট মানবিক সংকটে রয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি।

মন্তব্যসাতদিনের সেরা