kalerkantho

শনিবার । ২১ ফাল্গুন ১৪২৭। ৬ মার্চ ২০২১। ২১ রজব ১৪৪২

খনিতে আটকাপড়া শ্রমিকরা বার্তা পাঠিয়ে জানালেন- '১২ জন বেঁচে আছি'

অনলাইন ডেস্ক   

১৮ জানুয়ারি, ২০২১ ১১:৩৭ | পড়া যাবে ১ মিনিটেখনিতে আটকাপড়া শ্রমিকরা বার্তা পাঠিয়ে জানালেন- '১২ জন বেঁচে আছি'

চীনের পূর্বাঞ্চলীয় সানডং প্রদেশে স্বর্ণের খনিতে বিস্ফোরণের পর মাটির নিচে আটকা পড়া শ্রমিকরা বার্তা পাঠিয়েছেন। এরই মধ্যে শিচেং টাউনশিপ এলাকায় ওই দুর্ঘটনার পর আটকা পড়াদের বের করে আনতে উদ্ধারকারী দল পাঠিয়েছে চীনা কর্তৃপক্ষ।

এক সপ্তাহ আগে বিস্ফোরণের ঘটনায় খনিতে আটকেপড়া শ্রমিকদের যে বার্তা পেয়েছে উদ্ধারকারী দলের সদস্যরা, তাতে বেলা হয়েছে- এখনো ১২ জন শ্রমিক জীবিত অবস্থায় রয়েছে। 

ওই খনিতে মোট ২২ জন শ্রমিক আটকে পড়েছে। ১২ জন জীবিত থাকার বিষয়টি জানা গেলেও বাকিদের সঙ্গে ঠিক কী ঘটেছে, তা এখনো অজানা।

গত ১০ জানুয়ারি থেকে সেখানে আটকা পড়ে আছেন শ্রমিকরা। তাদের বের করার  জন্য যে সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে, সেখান থেকেই ১২ জন জীবিত থাকার চিরকুট পাওয়া গেছে।

সেই চিরকুটে লেখা আছে, আটকেপড়া শ্রমিকরা ক্লান্ত। তাদের জন্য চিকিৎসা সরঞ্জাম দরকার। ব্যথানাশক ট্যাবলেট, ওষুধ এবং ব্যান্ডেজ দরকার। এছাড়া খাবার ও পানীয় জলের চাহিদার কথাও জানিয়েছে তারা।

চিরকুটে উল্লেখ রয়েছে, বাতাস হালকাভাবে ঢুকছে। তবে ময়লা আর পানিতে খনি ভরে আছে। তাদের প্রত্যাশা, উদ্ধার অভিযান চলমান থাকবে।

সূত্র: আল-জাজিরা

মন্তব্যসাতদিনের সেরা