প্রতীকী ছবি
সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আট কোটি ১৬ লাখ ৬৯ হাজার ২০১ জন এবং মারা গেছে ১৭ লাখ ৮১ হাজার ৪৩৮ জন।
এদিকে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় পাঁচ নম্বরে রয়েছে ফ্রান্স। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২৫ লাখ ৬২ হাজার ৬৪৬ জন। তার মধ্যে মারা গেছে ৬৩ হাজার ১০৯ জন।
বিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সেরে ওঠার হার ৯৭ শতাংশ এবং মৃত্যুর হার তিন শতাংশ। তবে ফ্রান্সে করোনা রোগীদের সেরে ওঠার হার অনেক কম। সে দেশে করোনা থেকে সেরে ওঠার হার ৭৫ শতাংশ এবং মারা যাওয়ার হার ২৫ শতাংশ।
বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ২০ লাখ ৯২ হাজার ২৬১ জন। তার মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে এক লাখ পাঁচ হাজার ৭৯০ জন।
ফ্রান্সে বর্তমান করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। সে দেশে বর্তমানে আক্রান্ত রয়েছে ২৩ লাখ আট হাজার ৮১৫ জন। তার মধ্যে দুই হাজার ৭০৩ জনের অবস্থা গুরুতর।
সূত্র : ওয়ার্ল্ডোমিটার।
মন্তব্য