kalerkantho

রবিবার। ২২ ফাল্গুন ১৪২৭। ৭ মার্চ ২০২১। ২২ রজব ১৪৪২

ম্যাখোঁর দ্রুত সুস্থতা কামনা করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক   

১৯ ডিসেম্বর, ২০২০ ১৩:৫৬ | পড়া যাবে ১ মিনিটেম্যাখোঁর দ্রুত সুস্থতা কামনা করলেন ট্রাম্প

ফাইল ছবি

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেলিফোনে কথা বলার সময় ম্যাখোঁকে করোনা জয় করার সাহস দেন তিনি।

হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ম্যাখোঁ, তার পরিবার ও ফ্রান্সের জনগণকে ক্রিস্টমাসের শুভেচ্ছা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।    

হোয়াইট হাউসের মুখপাত্র জুড ডেরে বলেন, কথা বলার সময় ম্যাখোঁর দ্রুত সুস্থতা কামনা করে শিগগিরই পুরোপুরি কাজে নেমে পড়ার আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাম্প।

এর আগে ম্যাখোঁ এক ভিডিও বার্তায় জানান, করোনাভাইরাসের বিভিন্ন লক্ষণ তার শরীরে দেখা দিয়েছে। ক্লান্তি, মাথাব্যথা ও কাশি হচ্ছে। আর এসবের কারণে কাজে মনোযোগ দিতে অসুবিধা হওয়ার কথাও বলেন তিনি।

সূত্র: খালিজ টাইমস

মন্তব্যসাতদিনের সেরা