যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের দ্বিতীয় টিকা হিসেবে অনুমোদন পেয়েছে মডার্নার টিকা। ফাইজার বিতরণের সপ্তাহখানেক পর মার্কিন নিয়ন্ত্রক সংস্থা খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) এই টিকার অনুমোদন দিয়েছে।
যুক্তরাষ্ট্র মর্ডানার টিকার ২০ কোটি ডোজ কিনতে রাজি হয়েছে। এরই মধ্যে ৬০ লাখ ডোজ শিপমেন্টের জন্য সম্ভবত প্রস্তুত করা হয়েছে। এর আগে ফাইজার/বায়োএনটেক এর তৈরি টিকা যুক্তরাষ্ট্রে জরুরি ব্যবহারের অনুমতি পায়।
এখন পর্যন্ত করোনা সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এখন পর্যন্ত মারা গেছে ৩ লাখ ১১ হাজার ৫২৯ জন এবং সংক্রমিত হয়েছে ১ কোটি ৭২ লাখ ৬৯ হাজার ৫৪২ জন।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে এক কোটি দুই লাখ ৯১ হাজার ৫৭ জন। এখন পর্যন্ত সে দেশে করোনায় মৃত্যুর হার তিন শতাংশ এবং সেরে ওঠার হার ৯৭ শতাংশ।
বিশ্বে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নাম সবার উপরে। আক্রান্ত, মৃত্যু, সুস্থ হওয়া, বর্তমানে আক্রান্ত অবস্থায় থাকা ব্যক্তির সংখ্যা ও গুরুতর রোগীর সংখ্যার দিক থেকে দেশটি সবার উপরে রয়েছে।
মন্তব্য