জানুয়ারিতে ভারতের দুটি করোনা টিকাকে জরুরি ব্যবহারের জন্য ছাড়পত্র দেওয়া হতে পারে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসের (এআইআইএমএস) প্রধান রণদীপ গুলেরিয়া এ তথ্য জানিয়েছেন। ভারতে চলমান করোনা টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ হলেই টিকার অনুমোদন দেওয়া হবে। এরপর ট্রায়ালের ফলাফল বুঝে শুরু হবে টিকাদান কর্মসূচি।
ভারতে তৈরি টিকার বর্তমান অবস্থা সম্পর্কে কোভিড ১৯ পরিকল্পক দলের সদস্য গুলেরিয়া জানান, সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাকসিন ২০২১ সালের জানুয়ারি মাস থেকে জরুরি ব্যবহারের জন্য অনুমতি পেতে পারে। অনুমতি পেলে প্রথম টিকা পাবেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রথম সারির যোদ্ধা ও বৃদ্ধরা।
সম্প্রতি ব্রিটেনে ব্যবহারের অনুমতি পাওয়ার পর ভারতে টিকা বিক্রির জন্য সরকারের অনুমোদন চায় ফাইজার। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইন্টারোগেটিভ সায়েন্সেসের কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের রাম বিশ্বকর্মা বলেন, ফাইজারের আবেদন যাচাই করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। সবটাই নির্ভর করছে ভারতীয় কর্তৃপক্ষ ফাইজারের দেওয়া তথ্যে সন্তুষ্ট কিনা, তার ওপর।
সূত্র: এনডিটিভি
মন্তব্য