kalerkantho

মঙ্গলবার । ২৪ ফাল্গুন ১৪২৭। ৯ মার্চ ২০২১। ২৪ রজব ১৪৪২

ব্রেক্সিট পরবর্তী ব্রিটেন-ইইউ বাণিজ্য চুক্তির চূড়ান্ত চেষ্টা চলছে

অনলাইন ডেস্ক   

৭ ডিসেম্বর, ২০২০ ১০:৪০ | পড়া যাবে ১ মিনিটেব্রেক্সিট পরবর্তী ব্রিটেন-ইইউ বাণিজ্য চুক্তির চূড়ান্ত চেষ্টা চলছে

ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি বিষয়ক আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে আরো বলা হয়, রবিবার ব্রাসেলসে ব্রিটেনের প্রধান ব্রেক্সিট আলোচক রবার্ট ফ্রস্ট ইউরোপীয় ইউনিয়নের মাইকেল বার্নিয়ার সঙ্গে বৈঠক করেছেন।

যদিও এখন পর্যন্ত হওয়া আলোচনা আশাব্যঞ্জক নয়। তবে শেষ পর্যায়ে এসে উভয়পক্ষ যতদূর সম্ভব ছাড় আদায় করে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

আলোচনা থেকে কোনো পক্ষই বড় ধরনের অগ্রগতি আশা না করলেও হাল ছাড়ছে না। গত শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ইউরোপিয়ান কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন এ ব্যাপারে আলোচনায় বসেছিলেন। 

যদিও তাদের সেই আলোচনা ফলপ্রসূ না হওয়ায় গতকাল রবিবার উভয়পক্ষ আবার মুখোমুখি হয়।  বরিস জনসন ও লিয়েন গত পরাশু অর্থাৎ শনিবার বলেছেন, জটিল কিছু ব্যাপারে ঐক্যে পৌঁছানো সম্ভব না হলেও কিছু অগ্রগতি হয়েছে। তাদের দুজনের মধ্যে আজ সোমবার আবারো বৈঠকের কথা রয়েছে।

সূত্র:  বিবিসি

মন্তব্যসাতদিনের সেরা