kalerkantho

রবিবার। ৩ মাঘ ১৪২৭। ১৭ জানুয়ারি ২০২১। ৩ জমাদিউস সানি ১৪৪২

ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

অনলাইন ডেস্ক   

৫ ডিসেম্বর, ২০২০ ১৮:১৯ | পড়া যাবে ১ মিনিটেইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

এক ফিলিস্তিনি কিশোরকে(১৩) পেটে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ দখলের প্রতিবাদে বিক্ষোভ চলাকালীন তাকে গুলি করা হয়। 

নিহত কিশোরের নাম আলী আইমান নাসর আবু আলিয়া। ফিলিস্তিনে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গুলিতে আহত আলিয়া রামাল্লাহর এক হাসপাতালে মৃত্যুবরণ করে। স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করে তাঁজা গুলি চালাচ্ছে ইসরায়েল। আলিয়ার পেটে যে বুলেটটি বিদ্ধ হয়েছে সেটিও তাঁজা বুলেট। তবে ইসরায়েল বলছে তারা রাবার বুলেট ব্যবহার করছে।

এদিকে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, পশ্চিমতীরে বিক্ষুদ্ধ ফিলিস্তিনিদের হাসতে হাসতে গুলি করছে ইসরায়েলি সেনারা। তাদের ভিডিওতে দেখা গেছে, জোর করে ফিলিস্তিনিদের বাড়িঘর থেকে উচ্ছেদ করে তা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। পশ্চিমতীরের কাফর মালিক শহরে অসহায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও গুলি ছুড়ছে ইসরায়েলি সেনারা। এ সময় নির্দয়ভাবে তাদের হাসতেও দেখা যায়। ১৯৬৭ সাল থেকে ইসরায়েল পশ্চিমতীরে দখলদারিত্ব চালিয়ে আসছে।

সূত্র: আলজাজিরা

মন্তব্যসাতদিনের সেরা