kalerkantho

মঙ্গলবার। ৫ মাঘ ১৪২৭। ১৯ জানুয়ারি ২০২১। ৫ জমাদিউস সানি ১৪৪২

চীনের চংকিংয়ে কয়লা খনি দুর্ঘটনায় নিহত ১৮

অনলাইন ডেস্ক   

৫ ডিসেম্বর, ২০২০ ১৩:৩৪ | পড়া যাবে ১ মিনিটেচীনের চংকিংয়ে কয়লা খনি দুর্ঘটনায় নিহত ১৮

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর চংকিংয়ের একটি কয়লা খনিতে আটকে পড়ে অন্তত ১৮ জন শ্রমিক নিহত হয়েছেন।  শিনহুয়া নিউজের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে বলেছে, দুই মাসের মধ্যে ওই এলাকায় এটি দ্বিতীয় বৃহত্তম খনি দুর্ঘটনা।

জানা গেছে, গতকাল শুক্রবার ডিয়াওশুইডং কয়লা খনিতে বিষাক্ত কার্বন মনো-অক্সাইড গ্যাসের মাত্রা হঠাৎ বেড়ে গেলে খনিতে ২৪ জন শ্রমিক আটকা পড়েন। আজ শনিবার তাদের মধ্যে ১৮ জন মারা যাওয়ার খবর এলো।

কয়লা খনিতে  আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে। মাত্র একজনকে এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

চলতি বছরের সেপ্টেম্বর মাসের শেষের দিকে  সেখানকার অন্য এক কয়লা খনিতে কার্বন মনো-অক্সাইড গ্যাস বেড়ে যাওয়ায় ভেতরে আটকা পড়ে ১৬ শ্রমিকের মৃত্যু হয়।

সূত্র: আল-জাজিরা

মন্তব্যসাতদিনের সেরা