kalerkantho

রবিবার । ১০ মাঘ ১৪২৭। ২৪ জানুয়ারি ২০২১। ১০ জমাদিউস সানি ১৪৪২

অবৈধ সোনার খনি ধসে ১০ জন আটকা পড়েছে নিকারাগুয়ায়

অনলাইন ডেস্ক   

৫ ডিসেম্বর, ২০২০ ১২:৫৬ | পড়া যাবে ১ মিনিটেঅবৈধ সোনার খনি ধসে ১০ জন আটকা পড়েছে নিকারাগুয়ায়

নিকারাগুয়ায় লাইসেন্সবিহীন একটি সোনার খনিতে ভূমিধসের ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক আটকা পড়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিপর্যয়ের পর নিকারাগুয়ার দক্ষিণাঞ্চলের লা এসপেরাঞ্জা এলাকার ওই খনি এলাকায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

তবে ওই খনিতে ঠিক কত সংখ্যক শ্রমিক আটকা পড়ে আছেন, সঠিকভাবে সেই সংখ্যা জানাচ্ছে না সরকারি কর্মকর্তারা। দেশটির ভাইস প্রেসিডেন্ট রোসারিও মুরিল্লো'র প্রত্যাশা, খারাপ সংবাদ শুনতে হবে না।

স্থানীয়দের দাবি, অন্তত ১৫ জন খনির ভেতরে আটকা পড়ে আছেন।  জানা গেছে, সে দেশে তিন হাজারের বেশি মানুষ অবৈধ খনিতে কাজ করেন।

২০১৪ সালে লাইসেন্সবিহীন খনিতে কাজ করতে গিয়ে আটকা পড়েছিলেন ২৪ জন শ্রমিক।

সূত্র: আল-জাজিরা

মন্তব্যসাতদিনের সেরা