kalerkantho

মঙ্গলবার। ৫ মাঘ ১৪২৭। ১৯ জানুয়ারি ২০২১। ৫ জমাদিউস সানি ১৪৪২

বিবৃতি প্রকাশে আফগানিস্তানকে সতর্ক থাকার আহ্বান ইরানের

অনলাইন ডেস্ক   

৪ ডিসেম্বর, ২০২০ ১০:১৫ | পড়া যাবে ১ মিনিটেবিবৃতি প্রকাশে আফগানিস্তানকে সতর্ক থাকার আহ্বান ইরানের

সরকারি যে কোনো ধরনের বিবৃতি প্রকাশের ব্যাপারে আফগানিস্তানকে সাবধান হওয়ার আহ্বান জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এ ব্যাপারে বলেছেন, আফগান কর্মকর্তাদের রাষ্ট্রীয় বিবৃতি প্রকাশের ব্যাপারে আরো বেশি সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি।

এদিকে গত কয়েকদিনে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বেশ কিছু ভিডিও প্রকাশ হয়েছে, সেসব ভিডিওতে আফগান নাগরিকদের সঙ্গে কথিত ইরানি নাগরিকদের দুর্বব্যবহার করতে দেখা যাচ্ছে।

এ ব্যাপারে ইরান পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ওই ভিডিওচিত্রগুলো ইরানে ধারণ করার প্রমাণ পাওয়া যায়নি।

খাতিবজাদে বলেছেন, আলোচনায় আসা ঘটনাটি ইরানের মাটিতে সংঘটিত হয়নি। তবে যেখানে ঘটনাটি ঘটে থাকুক, সে ব্যাপারে দুঃখ প্রকাশ করেন তিনি।

এ ব্যাপারে ইরানের এই মুখপাত্র বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবি বা ভিডিও’র ওপর ভিত্তি করে রাষ্ট্রীয় বিবৃতি প্রকাশ করার আগে আফগানিস্তানের কর্মকর্তাদের উচিত ছিল বিষয়টি আরো খতিয়ে দেখা। দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ককে নষ্ট করে দেওয়ার সম্ভাব্য প্রচেষ্টার ব্যাপারেও কাবুলকে সতর্ক থাকতে হবে।

 

মন্তব্যসাতদিনের সেরা