করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ভ্যালেরি জিসকার দিসতান (৯৪)। গতকাল বুধবার তিনি মধ্য ফ্রান্সের লোইর-এট-চের অঞ্চলে তাঁর পারিবারিক বাসভবনে মারা যান। তাঁর প্রতিষ্ঠিত ফাউন্ডেশন ভ্যালেরি ও তাঁর পরিবার এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত মাসে হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এ ছাড়া বার্ধক্যজনিত নানা সমস্যাও ছিল তাঁর।
জিসকার দিসতান ১৯৭৪ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ফ্রান্সের ক্ষমতায় ছিলেন। মাত্র ৪৮ বছর বয়সে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট নিযুক্ত হন।
বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া বক্তব্যে তাঁর পরিবার জানায়, স্বাস্থ্যের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল জিসকারের। কভিড-১৯-এর কারণে তিনি মারা গেছেন। তাঁর ইচ্ছানুসারে তার শেষকৃত্য কঠোর গোপনীয়তার মধ্যে অনুষ্ঠিত হবে।
সূত্র : আল-জাজিরা।
মন্তব্য