বেফাঁস কথা বলে বিরোধীদের চমকে দেবার অভ্যাস আছে পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। কিন্তু আজ বুধবার তাঁর বক্তব্যে কেবল বিরোধীরা নয় নিজ দলের অনেকেই অপ্রস্তুত।
বাংলার বিকাশে বাংলার বাইরের মানুষেরা অনেক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন আজ দিলীপ ঘোষ। এই মন্তব্যের পরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়।
বিজেপি বিরোধী সব দলের পক্ষ থেকে এই বক্তব্যের তীব্র নিন্দা করা হয়। সিপিআইএমের নেতা সুজন চক্রবর্তীর বলেন, বিজেপি পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতি করছে।
তৃণমূলের নেতা কল্যাণ ব্যানার্জি বলেন বাংলায় যারা থাকে তারা সবাই বাঙ্গালি। তাহলে কেন উনি এমন কথা বলছেন?
রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলাতে এই বিভাজন সৃষ্টি করার চেষ্টা চলবে না বলেন কংগ্রেস নেতৃত্ব।
কিন্তু সব থেকে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গে বিজেপির কিছু নেতা। সাংবাদিকদের সাথে একাত্ম আলাপের সময় এক বিজেপি নেতা জানিয়েছেন প্রয়োজনের তুলনায় বেশি কথা বলে দীলিপবাবু দলের ক্ষতি করছেন।
মন্তব্য