ভারতের উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলায় মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি গাড়ির ওপর উল্টে পড়েছে বালি বোঝাই লরি। এই দুর্ঘটনায় আট জন প্রাণ হারিয়েছেন। আজ বুধবার এই তথ্য পাওয়া গেছে ভারতের স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে।
জানা গেছে, লরিটি যে গাড়িরে উপরে পড়ে সেটি একটি মাহিন্দ্রা স্করপিও। মোট ১০ জন যাত্রী নিয়ে গাড়িটি একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল। রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। জেলা পুলিশ টুইটারে জানিয়েছে, পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ ঘটনার কথা শুনে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে সম্ভাব্য ত্রাণের নির্দেশ দিয়েছেন। আহতদের চিকিৎসার জন্যও নির্দেশ দিয়েছেন যোগি। যোগি আদিত্যনাথের অফিস থেকে টুইট করে জানানো হয়েছে, তিনি শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মৃতদের আত্মার শান্তি কামনা করেন।
সূত্র: কলকাতা২৪*৭।
মন্তব্য