kalerkantho

রবিবার । ১০ মাঘ ১৪২৭। ২৪ জানুয়ারি ২০২১। ১০ জমাদিউস সানি ১৪৪২

বাইডেনের সুস্থতা কামনা করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক   

১ ডিসেম্বর, ২০২০ ১০:৩৯ | পড়া যাবে ১ মিনিটেবাইডেনের সুস্থতা কামনা করলেন ট্রাম্প

পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত শনিবারের ঘটনা এটি।

পিছলে পড়ে গিয়ে এক পায়ের পাতা ক্ষতিগ্রস্থ হয়েছে বাইডেনের। আহত বাইডেনের সুস্থতা কামনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের ব্যাপারে জেনে ডোনাল্ড ট্রাম্প টুইট করে লিখেছেন, দ্রুত সুস্থ হয়ে উঠুন।

মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে বলেছে, আহত হওয়ার কারণে কয়েক সপ্তাহ বাইডেনকে ওয়াকিং বুটের সাহায্য নিয়ে হাঁটতে হতে পারে।

জানা গেছে, জো বাইডেনের পোষা কুকুর ‘মেজর’ এর সঙ্গে খেলতে গিয়েই বিপাকে পড়েছেন বাইডেন। তার চিকিৎসকরা বলেছেন, পা পিছলে পড়ে গিয়েছিলেন বাইডেন; এতে তার পা মচকে গেছে। এক্সরে পরীক্ষায় তার পায়ের পাতায় সামান্য ফাটল ধরা পড়েছে। তবে তা গুরুতর নয়। কয়েক সপ্তাহ বিশেষ বুট পরে থাকতে হবে তাকে।

সূত্র : সিএনএন

মন্তব্যসাতদিনের সেরা