kalerkantho

বৃহস্পতিবার । ১৪ মাঘ ১৪২৭। ২৮ জানুয়ারি ২০২১। ১৪ জমাদিউস সানি ১৪৪২

ইরাকে তেল শোধনাগারে হামলা, অল্পের জন্য ঘটেনি বড় দুর্ঘটনা

অনলাইন ডেস্ক   

৩০ নভেম্বর, ২০২০ ১৯:৪৫ | পড়া যাবে ১ মিনিটেইরাকে তেল শোধনাগারে হামলা, অল্পের জন্য ঘটেনি বড় দুর্ঘটনা

ইরাকে একটি তেল শোধনাগারে রকেট হামলা চালানো হয়েছে। মধ্যপ্রাচ্যে গত কয়েক বছর ধরে বেশ আলোচিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এর দায় স্বীকার করেছে। তবে হামলাস্থল সিনিয়া তেল শোধনাগারের নিকটবর্তী বড় আরেকটি তেল শোধনাগারে হামলাটি সংঘটিত হলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বড় ধরনের বিপর্যয়ের সম্ভাবনা ছিল বলে মনে করা হচ্ছে।

সিনিয়া তেল শোধনাগারটি ইরাকের উত্তর সীমান্তে অবস্থিত বলে জানা গেছে। রকেট হামলার পরপরই এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে আজ আবার কর্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।  হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া তেল শোধনাগারটি অপেক্ষাকৃত ছোট হওয়ায় বড় বিপর্যয় এড়ানো গিয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। 

এ তেল শোধনাগার থেকে সামান্য দূরে অবস্থিত বাইজি তেল শোধনাগার। এটি বেশ বড় বলে জানা গেছে। এতে যদি রকেট আঘাত করতো তাহলে বেশ বড় বিপর্যয়ের সম্ভাবনা ছিল বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে ঠিক কী ধরনের বিপর্যয় সংঘটিত হওয়ার সম্ভাবনা ছিল তা স্পষ্ট করা হয়নি। কিন্তু হঠ্যাৎ আইএসের এমন হামলার কী উদ্দেশ্য, সেটাই রহস্যজনক বলে মনে করা হচ্ছে। সূত্র: ডয়চেভেল। 

 

মন্তব্যসাতদিনের সেরা