ছবি: আল-জাজিরা।
ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশে অবস্থিত সৌদি জোটের তাদাওয়াইন সামরিক ক্যাম্পে হুথি সমর্থিত সেনাদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। গত রাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে আল-জাজিরা। এই ঘটনায় এখনো সৌদি আরবে পক্ষ থেকে কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি।
ইয়েমেনে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেন, মারিব প্রদেশে সৌদি জোটের তাদাওয়াইন ক্যাম্পের অপারেশন রুম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ওই জায়গায় সৌদি বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে অবস্থান করছিল। জেনারেল সারিয়ি জানান, হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছে। সেই সঙ্গে আরো সাত সেনা আহত হয়েছে।
ইয়েমেন ২০১৪ সাল থেকে সহিংসতায় জর্জরিত। তখন থেকে হুথিরা দেশটির রাজধানী সানাসহ দেশের বেশিরভাগ অংশকে ছাড়িয়ে পড়ে। ইয়েমেনে অবস্থার আরো খারাপ হতে থাকে ২০১৫ সালের দিকে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুথির দখল করা আঞ্চলগুলোতে বিমান হামলা শুরু করে।
জাতিসংঘের মতে ইয়েমেন বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের মুখোমুখি হচ্ছে। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসগুলো নেই অনেকেরই কাছেই। নেই খাদ্য ও পানিও। ইউনিসেফ বলছে, দেশটি দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে। লাখ লাখ শিশুর জীবন ‘উচ্চ ঝুঁকিতে’ রয়েছে।
সূত্র: আল-জাজিরা।
মন্তব্য