kalerkantho

রবিবার । ১০ মাঘ ১৪২৭। ২৪ জানুয়ারি ২০২১। ১০ জমাদিউস সানি ১৪৪২

উইগোর তালিকায় ভ্রমণ নিরাপদ ছয় দেশ

অনলাইন ডেস্ক   

২৯ নভেম্বর, ২০২০ ১৩:২৩ | পড়া যাবে ২ মিনিটেউইগোর তালিকায় ভ্রমণ নিরাপদ ছয় দেশ

বিশ্বে করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে যাওয়ার মধ্যেও ভ্রমণ নিরাপদ ছয়টি দেশের তালিকা প্রকাশ করেছে উইগো ট্র্যাভেল ব্লগ। সেই তালিকায় সবার ওপরে রয়েছে অস্ট্রেলিয়ার নাম।

এর পরেই রয়েছে নিউজিল্যান্ড ও সিঙ্গাপুরের নাম। তালিকার চার, পাঁচ ও ছয় নম্বরে রয়েছে যথাক্রমে জাম্বিয়া, কিউবা ও সৌদি আরব।

মধ্যপ্রাচ্যের মধ্যে ভ্রমণ নিরাপদ দেশ হিসেবে শুধু সৌদি আরব ওই তালিকায় স্থান পেয়েছে। দেশটি করোনার কবলে পড়া দেশের তালিকায় ৩০ নম্বরে রয়েছে। বর্তমানে সে দেশে পাঁচ হাজার ১৮ জন করোনায় আক্রান্ত অবস্থায় রয়েছে। 

মোট তিন লাখ ৫৬ হাজার ৯১১ জন সৌদিতে করোনায় আক্রান্ত হলেও এরই মধ্যে সেরে উঠেছে তিন লাখ ৪৬ হাজার ২৩ জন রোগী। বাকি পাঁচ হাজার ৮৭০ জনের প্রাণহানি ঘটেছে।

ভ্রমণ নিরাপদ দেশের তালিকায় শীর্ষে থাকা অস্ট্রেলিয়া করোনা বিধ্বস্ত দেশের তালিকায় ৯৫ নম্বরে রয়েছে। ২৭ হাজার ৮৮৯ জন মোট আক্রান্ত হয়েছে সে দেশে। তার মধ্যে ২৫ হাজার ৫৮৫ জনই সেরে উঠেছে। আর সে দেশে মোট মৃতের সংখ্যা ৯০৭ জন।

অন্যদিকে ভ্রমণ নিরাপদ দেশের তালিকায় দুনম্বরে থাকা নিউজিল্যান্ড শুরু থেকেই করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। সে দেশে মোট আক্রান্ত হয়েছে ২০৫০ জন। তার মধ্যে সেরে উঠেছে ১৯৫৬ জন এবং মারা গেছে ২৫ জন।

সূত্র : উইগো ট্র্যাভেল ব্লগ, সৌদি গেজেট, ওয়ার্ল্ডোমিটার।

মন্তব্যসাতদিনের সেরা