kalerkantho

রবিবার । ১০ মাঘ ১৪২৭। ২৪ জানুয়ারি ২০২১। ১০ জমাদিউস সানি ১৪৪২

জাপানে করোনায় মোট মৃত্যুর চেয়ে এক মাসে আত্মহত্যা বেশি!

অনলাইন ডেস্ক   

২৯ নভেম্বর, ২০২০ ১৩:২৩ | পড়া যাবে ২ মিনিটেজাপানে করোনায় মোট মৃত্যুর চেয়ে এক মাসে আত্মহত্যা বেশি!

বিশ্বজুড়ে চলছে করোনার দাপট। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এরই মধ্যে জাপানে বাড়ছে আত্মহত্যার সংখ্যাও। এমনকি চলতি বছর করোনার চেয়ে আত্মহত্যায় জাপানে মারা গেছে বেশি মানুষ। দেশটির এক পরিসংখ্যানে উঠে এসেছে এ তথ্য। আন্তজার্তিক গণমাধ্যম সিএনএন এ বিষয় নিশ্চিত করেছে।

ওয়ার্ল্ডোমিটারের দেওয়া তথ্য অনুযায়ী করোনাভাইরাসে জাপানে শুক্রবার পর্যন্ত প্রাণ হারিয়েছে দুই হাজার ৮৭ জন। কিন্তু  দেশটিতে শুধু গত অক্টোবরে আত্মহত্যা করেছে তার চেয়েও বেশি মানুষ এবং এ সংখ্যা দুই হাজার ১৫৩। জাপানের স্বাস্থ্য বিভাগ এ তথ্য দিয়েছে।

সামাজিক বিচ্ছিন্নতা, দীর্ঘ কর্মঘণ্টা, স্কুলে পড়াশোনার চাপের পাশাপাশি করোনায় আর্থিক অনিশ্চয়তার কারণেও আত্মহত্যার কথা ভাবছেন অনেক জাপানিজ।  তবে তুলনামূলকভাবে  জাপানে করোনায় মৃত্যুর সংখ্যা কমেছে। গত বছর এ সংখ্যা ছিল ২০ হাজার। অক্টোবরে পুরুষের তুলনায় নারীদের আত্মহত্যার প্রবণতা বেড়েছে। নারীদের আত্মহত্যার হার বেড়েছে শতকরা ৮৩ ভাগ এবং পুরুষদের শতকরা ২২ ভাগ।

টোকিওর ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের মিচিকো উয়েদা বলেছেন, আমাদের সেভাবে লকডাউন জারি করা হয়নি। অন্য দেশের তুলনায় করোনার প্রভাবও এখানে কম পড়েছে... তার পরও আত্মহত্যার পরিমাণ বেড়েছে। এতে ধারণা করা যাচ্ছে যে অন্য দেশগুলোতেও এ ধরনের কিংবা তার চেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটার শঙ্কা রয়েছে।

সূত্র : সিএনএন।

মন্তব্যসাতদিনের সেরা