kalerkantho

বৃহস্পতিবার । ১৪ মাঘ ১৪২৭। ২৮ জানুয়ারি ২০২১। ১৪ জমাদিউস সানি ১৪৪২

নভেম্বরে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক   

২৯ নভেম্বর, ২০২০ ১১:৪৮ | পড়া যাবে ১ মিনিটেনভেম্বরে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

অস্ট্রেলিয়ায় সিডনিতে নভেম্বরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রবিবার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে বলে বলছে আবহাওয়া অধিদপ্তর।

রাতের বেলা দেশটিতে গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস।  রাজ্যের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বেশির ভাগ অঞ্চলে আগুন ধরতে পারে বলে নিউ সাউথ ওয়েলস ফায়ার সার্ভিসকে সতর্কতা জারি করা হয়েছে।  

সাপ্তাহিক ছুটির দিনে তাপমাত্রা দক্ষিণ অস্ট্রেলিয়া এবং ভিক্টোরিয়াসহ দেশের অন্যান্য অঞ্চলেও বেড়েছে। সিডনির তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল অবজারভেটরি হিল, সিবিডিতে। সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে, ৪টা ৩০ নাগাদ তাপমাত্রা ৩০ সেন্টিগ্রেডে ফিরে এসেছিল। এর আগে ১৯৬৭ সালে অবজারভেটরি হিলের রেকর্ড ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র গরমের মধ্যে সিডনিতে অনেক মানুষকে সমুদ্রসৈকতে সান বাথ নিতে দেখা গেছে। এরই মধ্যে নিউ সাউথ ওয়েলস স্বাস্থ্য বিভাগ থেকে সবাইকে দূরত্ব মেনে চলার তাগিদ দেওয়া হয়েছে।

দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডের অংশগুলেতে পাঁচ বা ছয় দিনের হিটওয়েভের পূর্বাভাস দিয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা