kalerkantho

শনিবার । ৯ মাঘ ১৪২৭। ২৩ জানুয়ারি ২০২১। ৯ জমাদিউস সানি ১৪৪২

আঘাত হেনে দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় নিভার

অনলাইন ডেস্ক   

২৬ নভেম্বর, ২০২০ ২০:০৮ | পড়া যাবে ১ মিনিটেআঘাত হেনে দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় নিভার

ভারতের পূর্ব উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় নিভার। রাত আড়াইটা নাগাদ ভারতের পুদুচেরি ও তামিলনাডুতে আঘাত করেছে নিভার, এমন তথ্য জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। তবে সকালের দিকে ঝড়টি যে গতিতে ছিল রাতের দিকে তা আর অবশিষ্ট থাকেনি বলে জানা গেছে। 

আমফানের তাণ্ডবে কয়েক মাস আগে পশ্চিমবঙ্গের উপকূল তছনছ হয়ে গিয়েছিল।  আমফানের মতোই পুদুচেরিতে আঘাত হানতে পারে নিভার এবং ঝড়ের দাপটে ধ্বংস হয়ে যেতে পারে উপকূলের বসতি, এমন পূর্বাভাস দিয়েছিল আবহাওয়াবিদরা। সে কারণে দু দিন আগে থেকেই সরিয়ে নেওয়া হয়েছিল সাধারণ মানুষকে।

ঝড়টির প্রভাবে পুদুচেরি, কাড্ডালাোর ও চেন্নাইয়ে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে সকাল থেকে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির হিসেব জানা যায়নি। ঝড়ের গতি পুরোপুরি না কমলে উপকূলীয় এলাকার ক্ষয়ক্ষতি সম্পূর্ণভাবে জানা সম্ভব নয় বলে জানা গেছে। ব্যাপক প্রাণহানির আশঙ্কা নাকচ করে দেওয়া হয়েছে। এ পর্যন্ত একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। সূত্র: ডয়চেভেল, এনডিটিভি। 

 

মন্তব্যসাতদিনের সেরা