ভারতের আসাম রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মাস দুয়েক আগে করোনাভাইরাস সংক্রমণ থেকে সেরে উঠলেও শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
অবশেষে গতকাল সোমবার বিকেলে তিনি মারা যান। আসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, রবিবার বিকেল থেকে শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে কংগ্রেসের এই বর্ষীয়ান নেতার।
৮৬ বছর বয়সী গগৈ তিনবার আসামের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রীও ছিলেন তিনি।
চলতি বছরের ২৫ আগস্ট করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন তিনি। আক্রান্ত হওয়ার পরদিনউ তিনি গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন।
প্রায় দুই মাস চিকিৎসা শেষে গত ২৫ অক্টোবর বাড়ি ফেরেন। এরপর ২ নভেম্বর আবারও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছু অঙ্গপ্রত্যঙ্গ অকেজো হয়ে গেলে তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়।
আসাম থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তরুণ গগৈ। মুখ্যমন্ত্রীর চেয়ার সামলেছেন ১৫ বছর। তাঁর মৃত্যুতে অন্যদের পাশাপাশি শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
তরুণ গগৈয়ের মৃত্যুতে আজ মঙ্গলবার থেকে তিন দিনের শোক পালন করবে আসাম রাজ্য সরকার। ২৬ নভেম্বর তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
সূত্র : ইন্ডিয়া টুডে।
মন্তব্য