kalerkantho

রবিবার । ১০ মাঘ ১৪২৭। ২৪ জানুয়ারি ২০২১। ১০ জমাদিউস সানি ১৪৪২

বাইডেন নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন কাল

অনলাইন ডেস্ক   

২৩ নভেম্বর, ২০২০ ১৪:০৭ | পড়া যাবে ১ মিনিটেবাইডেন নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন কাল

সরকার গঠনের ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ হিসেবে রন ক্লাইন-এর নিয়োগ চূড়ান্ত করেছেন তিনি। 

রন ক্লাইন বলেছেন, আগামি মঙ্গলবার নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন জো বাইডেন। মঙ্গলবার আপনারা নব-নির্বাচিত প্রেসিডেন্টের প্রথম মন্ত্রিসভার নিয়োগ দেখতে পাবেন। 

তিনি আরো বলেন, কোন কোন মন্ত্রণালয় থাকছে বা কারা এসব মন্ত্রণালয়ের দায়িত্ব পচ্ছেন প্রথম ধাপে, সেটি জানতে চাইলে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের মুখেই আপনারা সব জানতে পারবেন।

জো বাইডেন-কমলা হ্যারিস প্রশাসনে সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন প্রবীণ কূটনীতিক অ্যান্টনি ব্লিঙ্কেন। বারাক ওবামার সময় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি ছিলেন।

এদিকে নির্বাচনে হেরে গেছেন জেনেও আগের মেয়াদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বেপরোয়া পদক্ষেপ নিয়েই চলেছেন ট্রাম্প। তারই অংশ হিসেবে নির্বাচনের ফল স্পষ্ট হয়ে ওঠার পর আফগানিস্তান থেকে বেশি সংখ্যক সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
ইরাকেও সেনা কমানোর ঘোষণা দিয়েছেন তিনি।

সূত্র : খালিজ টাইমস

মন্তব্যসাতদিনের সেরা