kalerkantho

রবিবার। ২১ অগ্রহায়ণ ১৪২৭। ৬ ডিসেম্বর ২০২০। ২০ রবিউস সানি ১৪৪২

পাশবিক! যুবকের লালসার হাত থেকে রক্ষা পেলেন না ৭০ বছরের বৃদ্ধা

অনলাইন ডেস্ক   

২১ নভেম্বর, ২০২০ ২১:৪৯ | পড়া যাবে ১ মিনিটেপাশবিক! যুবকের লালসার হাত থেকে রক্ষা পেলেন না ৭০ বছরের বৃদ্ধা

প্রতীকী ছবি।

ভারতের মধ্যপ্রদেশের বিদিশা জেলায় সত্তর বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণ করে খুনের অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগে ২৬ বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করে নেয় অভিযুক্ত। পুলিশ জানান, এই প্রথম নয়, এর আগেও দু'জন নারীর ওপর যৌন নিপীড়ন চালায় অভিযুক্ত।

ভারতের স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, অভিযুক্তর নাম সুরেন্দ্র ওরফে গোলু, বাড়ি ওলিঞ্জা গ্রামে। জেরায় জানিয়েছে, মদের নেশায় বৃদ্ধাকে ধর্ষণ করে খুন করেছে। 

পুলিশ জানিয়েছে, স্থানীয় একটি মদের দোকান থেকে মদ কিনে ফিরছিল অভিযুক্ত। সেই সময় বৃদ্ধাকে দেখতে পায়। চাষের জমির পাশেই একটি কুঁড়েঘরে একাই থাকতেন বছর সত্তরের ওই বৃদ্ধা। স্বামীর মৃত্যু হয়েছে বছর ৪০-এক আগে। তিন ছেলে রয়েছে। রাতে তিনি যখন একা ঘুমোচ্ছিলেন, সে সময়ই বৃদ্ধার ওপর চড়াও হয়ে তাঁকে ধর্ষণ করে খুন করে অভিযুক্ত। 

ভোপালের এডিজি উপেন্দ্র জৈন জানান, গত ৩ বছরে ২ মহিলাকে যৌন নিপীড়ন করে অভিযুক্ত সুরেন্দ্র। ২ নারীর মধ্যে একজনের বয়স ছিল ৬৫ বছর।

সূত্র: নিউজ এইটিন।

মন্তব্যসাতদিনের সেরা