kalerkantho

শনিবার । ৯ মাঘ ১৪২৭। ২৩ জানুয়ারি ২০২১। ৯ জমাদিউস সানি ১৪৪২

করোনার জীবাণু আছে অভিযোগে ভারতের এক প্রতিষ্ঠানের মাছ আমদানি বন্ধ করল চীন

অনলাইন ডেস্ক   

১৩ নভেম্বর, ২০২০ ২০:২১ | পড়া যাবে ১ মিনিটেকরোনার জীবাণু আছে অভিযোগে ভারতের এক প্রতিষ্ঠানের মাছ আমদানি বন্ধ করল চীন

ফাইল ফটো

ভারত থেকে আমদানি করা হিমায়িত সামুদ্রিক মাছে করোনাভাইরাস (কভিড-১৯) পাওয়া গেছে, এমন অভিযোগে চীন ভারতীয় একটি প্রতিষ্ঠানের মাছ আমদানি নিষিদ্ধ করেছে।

বিষয়টি নিশ্চিত করে শুক্রবার চীনের শুল্ক অফিস জানিয়েছে, ভারতের বাসু ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে আগামী এক সপ্তাহ সব ধরনের মাছ আমদানি বন্ধ থাকবে। এরপর এ নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে উঠে যেতে পারে।

সম্প্রতি ভারতীয় প্রতিষ্ঠানটির পাঠানো হিমায়িত কাটলফিশের (এক প্রজাতির সামুদ্রিক মাছ) তিনটি নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস পাওয়া যায়। এর পরপরই তাদের কাছ থেকে আমদানি নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে চীনা কর্তৃপক্ষ।

প্রতি বছর ভারতের ব্যবসায়ীরা চীনে কোটি কোটি ডলারের সামুদ্রিক মাছ ও খাবার রপ্তানি করে থাকে। হঠাৎ করে এ ঘোষণায় ভারতের ব্যবসা প্রতিষ্ঠানগুলো আর্থিক ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা ভারতীয় ব্যবসায়ীদের। সূত্র : রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া, মাতৃভূমি, ইন্ডিয়া.কম।

মন্তব্যসাতদিনের সেরা