kalerkantho

সোমবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৭। ৩০ নভেম্বর ২০২০। ১৪ রবিউস সানি ১৪৪২

ভিয়েতনামে টাইফুনের প্রভাবে ১৩ জনের প্রাণহানি, এখনো নিখোঁজ অনেকে

অনলাইন ডেস্ক   

২৯ অক্টোবর, ২০২০ ১৪:০৪ | পড়া যাবে ১ মিনিটেভিয়েতনামে টাইফুনের প্রভাবে ১৩ জনের প্রাণহানি, এখনো নিখোঁজ অনেকে

ভিয়েতনামের মধ্যাঞ্চলে টাইফুন 'মলাভে'র কারণে ভূমিধসে ১৩ জনের প্রাণহানি ঘটেছে। এখনো নিখোঁজ রয়েছেন ৪০ জন। এরই মধ্যে শুরু হয়েছে উদ্ধার তৎপরতা।

এই নিয়ে চলতি মাসে টানা চারবার ঝড় আঘাত হানল ভিয়েতনামে। ঝড়ের কারণে কর্তৃপক্ষ তিন লাখ ৭৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। মলাভের প্রভাবে ৫৬ হাজারের মতো বাড়ি ভেঙে গেছে, ভেঙে গেছে রাস্তাঘাট এবং লাখ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

দেশটির উপ-প্রধানমন্ত্রী ত্রিঞ্চ দিঞ্চ ডাং বলেন, এটি ভয়াবহ দুর্ঘটনা। বহু মানুষ কাদামাটির নিচে চাপা পড়েছে। তাদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে।

চলতি মাসে দেশটিতে ঝড়, বৃষ্টির কবলে কমপক্ষে ১৩০ জন মারা গেছে।

মন্তব্যসাতদিনের সেরা