kalerkantho

বৃহস্পতিবার । ১৮ অগ্রহায়ণ ১৪২৭। ৩ ডিসেম্বর ২০২০। ১৭ রবিউস সানি ১৪৪২

ভিয়েতনামে টাইফুন ‘মোলাভি’র আঘাত, ২৬ জেলে নিখোঁজ

অনলাইন ডেস্ক   

২৮ অক্টোবর, ২০২০ ১৭:২১ | পড়া যাবে ১ মিনিটেভিয়েতনামে টাইফুন ‘মোলাভি’র আঘাত, ২৬ জেলে নিখোঁজ

শক্তিশালী টাইফুন ‘মোলাভি’ আঘাত হেনেছে ভিয়েতনামে। মোলাভির আঘাতে কমপক্ষে দুজন মারা গেছেন বলে জানিয়েছে ব্যাংকক পোস্ট। এ ছাড়া উত্তাল সাগরে নৌকা ডুবে ২৬ জেলে নিখোঁজ হয়েছে বলেও জানানো হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়, বুধবার (২৮ অক্টোবর) দক্ষিণ-মধ্য নাগাই প্রদেশে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার গতিবেগে আঘাত হানে টাইফুন। এর আগে সামুদ্রিক ঝড়টি বিন দিন প্রদেশে আঘাত হানলে ২৬ জেলে নিখোঁজ হন। তাঁদের সন্ধানে নৌবাহিনীর দুটি উদ্ধারকারী নৌকা অভিযান চালাচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকায় টাইফুনের ক্ষয়ক্ষতি এড়াতে ৪০ হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে। এ ছাড়া সামরিক বাহিনীর হেলিকপ্টার ও উভচর যানবাহন প্রস্তুত করা হচ্ছে।

টাইফুনের আঘাতে বহু গাছপালা উপড়ে গেছে। নিচু এলাকায় পানিতে তলিয়ে যাওয়া ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনা এড়াতে বাতিল করা হয়েছে ২০০ ফ্লাইট। সেই সঙ্গে পাঁচটি বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছ। এ ছাড়া আবহাওয়া উন্নতি না হওয়া পর্যন্ত সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্যসাতদিনের সেরা