kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

ঘানায় গির্জা ধসে নিহতের সংখ্যা বেড়ে ২২

অনলাইন ডেস্ক   

২৫ অক্টোবর, ২০২০ ০৫:১৮ | পড়া যাবে ১ মিনিটেঘানায় গির্জা ধসে নিহতের সংখ্যা বেড়ে ২২

ঘানায় একটি গির্জা ধসে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। দেশটির পূর্বাঞ্চলের আখেম বাতবি শহরে মঙ্গলবার প্রার্থনাসভা শেষ করার পরপরই ‘দ্য চার্চ অব প্রোসপারেটি’ নামক গির্জাটি ভেঙে পড়ে। খবর আল-জাজিরার।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, উদ্ধারকর্মীরা চিরুনি অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে আটজনকে জীবিত উদ্ধার করেছে। ভবনটি ভেঙে পড়ার সময় প্রায় ৬০ জন লোক সেখানে ছিল।

দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি, তবে গির্জার প্রতিষ্ঠাতা হজরত আইজাক ওফোরি, যিনি আকোয়া আইজাক নামে পরিচিত, তিনি পুলিশি তদন্তে সহায়তা করেন। বলা হয়েছে, ঘটনার সময় হঠাৎ করেই গির্জার ভেতরে কোনো একটি অংশ ভেঙে পড়ে। কিছু মানুষ বের হতে পেরেছে, বাকিরা আটকা পড়ে।

মন্তব্যসাতদিনের সেরা