kalerkantho

বৃহস্পতিবার । ১৮ অগ্রহায়ণ ১৪২৭। ৩ ডিসেম্বর ২০২০। ১৭ রবিউস সানি ১৪৪২

নির্বাচিত হলে মার্কিনিদের বিনামূল্যে টিকা দেবেন ট্রাম্প-বাইডেন

অনলাইন ডেস্ক   

২৪ অক্টোবর, ২০২০ ১৪:৩১ | পড়া যাবে ১ মিনিটেনির্বাচিত হলে মার্কিনিদের বিনামূল্যে টিকা দেবেন ট্রাম্প-বাইডেন

জো বাইডেন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে করোনা সংক্রমণ থেকে পরিত্রাণ পেতে জাতীয় কৌশলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সকল নাগরিককে বিনামূল্যে টিকা দেবেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জো বাইডেন বলেন, নিরাপদ ও কার্যকর করোনা টিকা হাতে পেলে যুক্তরাষ্ট্রের সকল নাগরিককে বিনামূল্যে দেওয়া হবে। প্রেসিডেন্ট ট্রাম্প এরই মধ্যে হাল ছেড়ে দিয়েছেন।

এদিকে গত বৃহস্পতিবারই প্রেসিডেন্সিয়াল বিতর্কে ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্রে করোনা নিয়ন্ত্রণে চলে এসেছে। অন্যদিকে বাইডেন এখনো করোনা বিধি হিসেবে মাস্ক পরছেন এবং অন্যদের থেকে শারীরিক দূরত্ব বজায় রেখে চলাচল করছেন।

তিনি জানিয়েছেন, নির্বাচিত হলে মহামারি নিয়ন্ত্রণে নিয়ে আসার ব্যাপারেই মনোযোগ দেবেন এবং দুর্ভোগে থাকা মার্কিনিদের সহযোগিতা করবেন।

অবশ্য  ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে বিনামূল্যে মার্কিন নাগরিকদের টিকা দেওয়ার কথা বলেছেন।

সূত্র : এএফপি

মন্তব্যসাতদিনের সেরা