kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধে ৫ হাজার মানুষের প্রাণহানি

অনলাইন ডেস্ক   

২৩ অক্টোবর, ২০২০ ১৩:৫২ | পড়া যাবে ১ মিনিটেআজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধে ৫ হাজার মানুষের প্রাণহানি

বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে চলমান যুদ্ধে প্রায় পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমনটি দাবি করেন।

পুতিন বলেন, যিনি উভয় পক্ষের সঙ্গে একাধিকবার কথা বলেছেন এবং এই যুদ্ধে তিনি কোনো পক্ষকেই সমর্থন দেবেন না। যুদ্ধে আজারবাইজানকে সমর্থন দেওয়ায় তুরস্কের সমালোচনাও করেছেন পুতিন। পাশাপাশি আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্রকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পুতিন।

নাগোরনো কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার বিবাদ দীর্ঘদিনের। ১৯৯৪ সাল থেকে এ যুদ্ধে ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। ২০১৬ সালেও ওই এলাকায় সংঘর্ষে ১১০ জন নিহত হয়েছিল। গেল ২৭ সেপ্টেম্বর থেকে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়।

মন্তব্যসাতদিনের সেরা