kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

দাড়ি থাকায় পুলিশ থেকে বরখাস্তের অভিযোগ উত্তরপ্রদেশে

অনলাইন ডেস্ক   

২৩ অক্টোবর, ২০২০ ১৩:৩৯ | পড়া যাবে ১ মিনিটেদাড়ি থাকায় পুলিশ থেকে বরখাস্তের অভিযোগ উত্তরপ্রদেশে

বিভাগীয় অনুমতি ছাড়া মুখে দাড়ি থাকার কারণে একজন সাব-ইন্সপেক্টরকে বরখাস্ত করার অভিযোগ উঠেছে ভারতের উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাগপতের রামালা থানায়।

মুখে দাড়ি রাখার অভিযোগ উঠেছে ওই থানার ইন্তেজার আলি নামে পুলিশের একজন এসআইয়ের বিরুদ্ধে। কেন তাঁকে বরখাস্ত করা হয়েছে, সে ব্যাপারে বাগপত পুলিশের জনসংযোগ কর্মকর্তা মনোজ সিং বলেন, পুলিশ বিভাগের নিয়ম, শুধু শিখরাই দাড়ি রাখার অনুমতি পান, বাকিদের দাড়ি রাখার নিয়ম নেই।

তিনি আরো বলেন, কেউ দাড়ি রাখতে চাইলে বিভাগীয় অনুমতি নিতে হয়। ইন্তেজারকে নোটিশ পাঠিয়ে বলা হয়েছিল অনুমতি নিতে। কিন্তু তিনি তা করেননি। তার পরই বাগপত থানার সুপার অভিষেক সিং বুধবার তাঁকে বরখাস্তের আদেশ দেন। 

ইন্তেজার আলীর দাবি, গত ডিসেম্বর থেকে অনুমতি চেয়ে আসছিলাম। কিন্তু আমাকে অনুমতি দেওয়া হয়নি। এ ঘটনা ধর্মীয় আচরণের অধিকার লঙ্ঘন বলে দাবি করেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মাওলানা জুলফিকার। 

কেন পুলিশের ওই কর্মীর আবেদনে কোনো সাড়া দেওয়া হয়নি, প্রশ্ন তোলেন বিরোধী সমাজবাদী পার্টির নেতা পাওয়ার। 

সূত্র : আজকাল।

মন্তব্যসাতদিনের সেরা