kalerkantho

সোমবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৭। ৩০ নভেম্বর ২০২০। ১৪ রবিউস সানি ১৪৪২

করোনা চিকিৎসায় রেমডেসিভিরকে পূর্ণ অনুমোদন যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক   

২৩ অক্টোবর, ২০২০ ১০:২৬ | পড়া যাবে ১ মিনিটেকরোনা চিকিৎসায় রেমডেসিভিরকে পূর্ণ অনুমোদন যুক্তরাষ্ট্রের

হাসপাতালে থাকা করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রথম ওষুধ হিসেবে রেমডেসিভিরকে পূর্ণ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) পক্ষ থেকে এমনটি জানানো হয়।

এফডিএর পক্ষ থেকে বলা হয়, ভেকলুরি রেমডেসিভির প্রথম ওষুধ, যেটিকে করোনার চিকিৎসার জন্য অনুমোদন দেওয়া হলো। এর আগে গেল মে মাসে যুক্তরাষ্ট্রে করোনা চিকিৎসার জরুরি প্রয়োজনে রেমডেসিভির ওষুধ ব্যবহারের অনুমোদন দেয়।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, করোনার রোগীদের ওপর রেমডেসিভির তেমন কোনো প্রভাব ফেলতে পারে না।

সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের চিকিৎসায়ও এই অ্যান্টিভাইরাস ওষুধটি ব্যবহার করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা