kalerkantho

বুধবার । ৫ কার্তিক ১৪২৭। ২১ অক্টোবর ২০২০। ৩ রবিউল আউয়াল ১৪৪২

করোনায় মৃত্যুর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক   

২৯ সেপ্টেম্বর, ২০২০ ১৯:৪১ | পড়া যাবে ২ মিনিটেকরোনায় মৃত্যুর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে

প্রতীকী ছবি।

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দশ লাখ ছাড়িয়ে গেছে। গবেষকরা বলছেন এখনো পৃথিবীর বহু দেশ থেকে নতুন করে সংক্রমণ বাড়ার খবর আসছে। জন্স হপকিন্স ইউনিভার্সিটি সংকলিত তথ্যে দেখা যাচ্ছে যে, এই ১০ লাখের মধ্যে প্রায় অর্ধেক মৃত্যু ঘটেছে আমেরিকা, ব্রাজিল আর ভারতে। বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত সংখ্যা এর থেকে অনেক বেশি।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজ এটাকে 'বেদনাদায়ক এক মাইলফলক' এবং 'অনুভূতি অবশ করে দেয়া' পরিসংখ্যান বলে উল্লেখ করেছেন।

এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, প্রত্যেকটি মানুষের জীবন মূল্যবান। এরা ছিলেন কারোর বাবা ও মা, কারোর স্বামী, কারোর স্ত্রী, ভাই, বোন, বন্ধু, সহকর্মী। এই রোগের নিষ্ঠুর আঘাতে তাদের কষ্ট বহুগুণ বেড়েছে।

চীনের উহানে গত বছরের ডিসেম্বরের শেষ দিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রথম শুরু হবার প্রায় দশ মাসের মধ্যে এই প্রাণঘাতী ভাইরাস বিশ্বে ১০ লাখ মানুষের জীবন কেড়ে নিল।

চীনে প্রথম এই রোগ দেখা দেবার পর তা ছড়িয়েছে বিশ্বের ১৮৮টি দেশে এবং বিশ্বজুড়ে কভিড শনাক্তের সংখ্যা তিন কোটি ২০ লাখের বেশি। কভিড-১৯এ বিশ্বে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে আমেরিকায়। সেখানে মৃতের সংখ্যা ২ লাখ ৫ হাজার। ব্রাজিলে মারা গেছে ১ লাখ ৪১ হাজার ৭০০ জন। আর ভারতে মারা গেছে ৯৫ হাজার ৫০০।

সূত্র : বিবিসি বাংলা।

মন্তব্যসাতদিনের সেরা