kalerkantho

শনিবার । ৮ কার্তিক ১৪২৭। ২৪ অক্টোবর ২০২০। ৬ রবিউল আউয়াল ১৪৪২

করোনায় ভারতের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী শেখর বসুর মৃত্যু

অনলাইন ডেস্ক   

২৪ সেপ্টেম্বর, ২০২০ ১৯:৪৭ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় ভারতের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী শেখর বসুর মৃত্যু

ভারতের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী শেখর বসু, ফাইল ছবি।

করোনায় আক্রান্ত হয়ে ভারতের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী শেখর বসুর মৃত্যু হয়েছে৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর৷ ভারতের পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি৷

জানা গেছে,পরমাণু বিজ্ঞানী শেখর বসু কিডনির সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে৷ সেখানে করোনা পরীক্ষা হলে রিপোর্ট পজিটিভ আসে৷ তারপর আজ বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়৷

ভারতের প্রথম পরমাণু জ্বালানি চালিত ডুবোজাহাজ আইএনএস অরিহন্তের পরমাণু চুল্লির নকশা তৈরি করেছিলেন পরমাণু বিজ্ঞানী শেখর বসু৷ পরমাণু বর্জ্য নিষ্কাষণের নতুন নতুন পদ্ধতি উদ্ভাবনেও গুরুত্বপূর্ণ অবদান ছিল তাঁর।

এছাড়া ভারতের পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যানের পদ অলঙ্কৃত করেছেন তিনি৷ দীর্ঘদিন পরমাণু শক্তি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বও পালন করেছেন তিনি। জীবনব্যাপী গবেষণা কাজের স্বীকৃতি স্বরূপ ২০১৪ সালে তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করেন তত্‍কালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

মন্তব্যসাতদিনের সেরা