kalerkantho

মঙ্গলবার । ৪ কার্তিক ১৪২৭। ২০ অক্টোবর ২০২০। ২ রবিউল আউয়াল ১৪৪২

কিশোরীর সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ে মন্ত্রী বললেন- মদ্যপ ছিলাম

অনলাইন ডেস্ক   

১৮ সেপ্টেম্বর, ২০২০ ১৪:২৯ | পড়া যাবে ১ মিনিটেকিশোরীর সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ে মন্ত্রী বললেন- মদ্যপ ছিলাম

১৫ বছরের এক কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের ঘটনা নিজের জীবনের সবচেয়ে বড় ভুল হিসেবে উল্লেখ করে ক্ষমা চেয়েছেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জেপি কফোদ।

কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কে তিনি জড়িয়েছেন ২০০৮ সালে। তিনি বলেন, আমি মদ্যপ ছিলাম। আমি বোকা ছিলাম। আমি জানি যে শুধু দুঃখ প্রকাশ করাটা এ ক্ষেত্রে যথেষ্ট নয়।

তিনি এর আগে দাবি করেছেন, কিশোরীকে তিনি চিনতেন না এবং তার বয়স সম্পর্কেও অবগত ছিলেন না।

মিটু হ্যাশট্যাগে আন্দোলন শুরু হওয়ার পর সমালোচিত হতে থাকেন জেপি। বিরোধী দলের নেতারা তার অতীত নিয়ে ব্যাপক সমালোচনা করছেন। এত বছর পর এসে একজন মন্ত্রীর ক্ষমা চাওয়াটা মূল্যহীন হিসেবেও উল্লেখ করছেন তারা।

তবে জেপি বলছেন, এটা অনেক পুরনো ঘটনা। আর তখন তিনি মন্ত্রী ছিলেন না। আর আমি অনেক পাল্টে গেছি।

দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডারিকসন বলেন, ঘটনাটি গুরুতর। তবে ডেনমার্কে নিযুক্ত হওয়া মন্ত্রীদের প্রতি আমার আস্থা আছে। জেপি ক্ষমা চেয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন।

সূত্র : স্পুটনিক নিউজ

মন্তব্যসাতদিনের সেরা