kalerkantho

মঙ্গলবার । ৪ কার্তিক ১৪২৭। ২০ অক্টোবর ২০২০। ২ রবিউল আউয়াল ১৪৪২

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে থাকবেন না ট্রাম্প

অনলাইন ডেস্ক   

১৮ সেপ্টেম্বর, ২০২০ ১১:৫৯ | পড়া যাবে ১ মিনিটেজাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে থাকবেন না ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন। বৃহস্পতিবার চিফ অব স্টাফ এয়ার ফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের এমন কথা বলেন ট্রাম্প।

ট্রাম্পের এ সিদ্ধান্ত অন্য ইঙ্গিত বহন করছে। কারণ গেল মাসে ট্রাম্প বলেছিলেন, করোনার কারণে বিশ্বের অন্য দেশের নেতারা দূরে অবস্থান করলেও নিউ ইয়র্কের সাধারণ পরিষদের সভাকক্ষে সরাসরি উপস্থিত থেকে ভাষণ দিতে চান।

করোনার কারণে জাতিসংঘের অধিবেশন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছরের ইউএনজিএর সপ্তাহব্যাপী মূল পর্ব ২১ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ২৯ সেপ্টেম্বর। মঙ্গলবার উদ্বোধনী ভাষণে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা,নিরস্ত্রীকরণ, মানবধিকার রক্ষা, লিঙ্গসমতা ও টেকসই উন্নয়ন ও করোনা মোকাবেলার ওপর বেশি গুরুত্ব দেবেন।

মন্তব্যসাতদিনের সেরা