kalerkantho

মঙ্গলবার । ৪ কার্তিক ১৪২৭। ২০ অক্টোবর ২০২০। ২ রবিউল আউয়াল ১৪৪২

নিউ ইয়র্কে বাজেট সংকট, মেয়রসহ ৪৯৬ কর্মচারী বিনা বেতনে ছুটিতে

অনলাইন ডেস্ক   

১৮ সেপ্টেম্বর, ২০২০ ১১:০৬ | পড়া যাবে ১ মিনিটেনিউ ইয়র্কে বাজেট সংকট, মেয়রসহ ৪৯৬ কর্মচারী বিনা বেতনে ছুটিতে

করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে যাওয়ার জেরে চরম অর্থসংকটে পড়েছে নিউ ইয়র্ক শহর কর্তৃপক্ষ। এ জন্য ৪৯৫ জন কর্মচারীসহ নিজে এক সপ্তাহ বিনা বেতনে ছুটি কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন শহরটির মেয়র বিল ডে ব্লাসিও।

গত বুধবার জানানো হয়, চলতি বছরের অক্টোবর থেকে ২০২১ সালের মার্চের মধ্যে কর্মচারীরা এক সপ্তাহ করে বিনা বেতনে একবার ছুটি কাটাতে পারবেন। মেয়র নিজেও বিনা বেতনে একবার ছুটি কাটাবেন।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাজেট সংকটের কারণে মোট ৪৯৫ জন কর্মচারী ক্ষতিগ্রস্ত হচ্ছে। করোনার কারণে অর্থনৈতিক অচলাবস্থা চলতে থাকায় ৯ বিলিয়ন ডলার রাজস্ব হারিয়েছে নিউ ইয়র্ক শহর কর্তৃপক্ষ। ফলে বার্ষিক বাজেটের সাত বিলিয়ন ডলার কমে গেছে।

শহরটির মেয়র ডি ব্লাসিও এ ব্যাপারে বলেছেন, কর্মচারীরা এক সপ্তাহ করে বিনা বেতনে ছুটি কাটালে এক মিলিয়ন ডলার কম খরচ হবে। ভুক্তভোগীদের পরিবারের জন্য এ সিদ্ধান্ত যদিও কষ্টদায়ক। তবে এই কঠিন সময়ে এটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন তিনি।

সূত্র : স্কাই নিউজ।

মন্তব্যসাতদিনের সেরা