kalerkantho

শনিবার । ১১ আশ্বিন ১৪২৭ । ২৬ সেপ্টেম্বর ২০২০। ৮ সফর ১৪৪২

১৩ একর ভুট্টা জমিতে লেখা- করোনা চলে যাও

অনলাইন ডেস্ক   

১৪ আগস্ট, ২০২০ ১৩:৩৩ | পড়া যাবে ১ মিনিটে১৩ একর ভুট্টা জমিতে লেখা- করোনা চলে যাও

সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই কোটি ১০ লাখ ৭৪ হাজার একশ ৯৯ জন এবং মারা গেছে সাত লাখ ৫৭ হাজার চারশ ৯৫ জন। তার মধ্যে কেবল যুক্তরাষ্ট্রে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫৪ লাখ ১৫ হাজার ছয়শ ৬৬ জন এবং মারা গেছে এক লাখ ৭০ হাজার চারশ ১৫ জন।

এবার জানা গেল, যুক্তরাষ্ট্রের মিশিগানে করোনাভাইরাসকে বিদায় জানানোর জন্য ১৩ একর ভুট্টার জমিতে লেখা হয়েছে, কভিড চলে যাও। 

সেই খামারের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করার পর ভাইরাল হয়ে গেছে। বিভিন্ন গণমাধ্যম এ ব্যাপারে প্রতিবেদন প্রকাশ করেছে।

ব্যতিক্রমধর্মী আয়োজন দেখে নেটিজনরাও খুশি। একজন এই ছবির নিচে কমেন্ট করেছেন, আমার দারুণ লেগেছে। আরেকজন লিখেছেন, এটা চমৎকার। দারুণ কাজ।

সূত্র : ইন্ডিয়া টুডে

মন্তব্যসাতদিনের সেরা