kalerkantho

শুক্রবার । ১০ আশ্বিন ১৪২৭ । ২৫ সেপ্টেম্বর ২০২০। ৭ সফর ১৪৪২

গভীর কোমায় প্রণব মুখোপাধ্যায়

অনলাইন ডেস্ক   

১৪ আগস্ট, ২০২০ ১১:২০ | পড়া যাবে ২ মিনিটেগভীর কোমায় প্রণব মুখোপাধ্যায়

গভীর কোমায় চলে গিয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার দিল্লির সেনা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সাবেক রাষ্ট্রপতির শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তিনি গভীর কোমায় আচ্ছন্ন।

সাবেক রাষ্ট্রপতির শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, তাকে ভেন্টিলেশনেই রাখা হয়েছে।শারীরিক অবস্থার অন্যান্য মাপকাঠি স্থিতিশীল অবস্থায় আছে।

আগের দিন হাসপাতাল কর্তৃপক্ষ প্রণবের অবস্থা সংকটজনক জানানোর পর থেকে সাবেক এ রাষ্ট্রপতিকে নিয়ে মৃত্যুর গুজব ছড়াতে শুরু করে বলে আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এ নিয়ে তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় এরই মধ্যে টুইটারে জানিয়েছেন, ‌'আমার বাবা এখনো জীবিত। তাঁর শরীরে রক্ত সঞ্চালন, রক্তচাপ স্থিতিশীল।' প্রণবকন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও তাঁর বাবার বিষয়ে দুঃসংবাদকে গুজব বলে উড়িয়ে দিয়ে কাউকে ফোন না করতে অনুরোধ করেছেন।

রবিবার রাতে দিল্লির রাজাজি মার্গের বাসভবনে পড়ে যাওয়ার পর প্রণবকে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল। অস্ত্রোপচারের আগে শারীরিক পরীক্ষা করতে গিয়ে তাঁর করোনা সংক্রমণ ধরা পড়ে। ৮৪ বছর বয়সী প্রণবের মস্তিষ্কে অস্ত্রোপচারের পর তাঁর শরীরের অবস্থার উন্নতির বদলে অবনতিই হয়েছে। বুধবারই প্রণবের অবস্থা সংকটজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিল।

সূত্র : আনন্দবাজার

মন্তব্যসাতদিনের সেরা