kalerkantho

বৃহস্পতিবার । ৯ আশ্বিন ১৪২৭ । ২৪ সেপ্টেম্বর ২০২০। ৬ সফর ১৪৪২

‘পরিবারের সম্মান রক্ষার্থে’ প্রেমিক-প্রেমিকাকে কুপিয়ে হত্যা!

অনলাইন ডেস্ক   

৯ আগস্ট, ২০২০ ২১:৫৯ | পড়া যাবে ২ মিনিটে‘পরিবারের সম্মান রক্ষার্থে’ প্রেমিক-প্রেমিকাকে কুপিয়ে হত্যা!

ভারতের বিহারে পরিবারের সম্মান রক্ষার্থে তরুণ-তরুণীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, প্রমাণ লোপাট করতে দেহ দু'‌টি পুড়িয়ে ফেলারও চেষ্টা করে পরিবারের লোকজন। কিন্তু ঘটনার খবর পেয়ে যায় পুলিশ। এরপর সেখানে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। গতকাল শনিবার বিহারের অওরঙ্গাবাদে এই ঘটনা ঘটে।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ১৯ বছরের তরুণী আর ২২ বছরের তরুণ; দু'‌জনেই অওরঙ্গাবাদের কাপাসিয়া গ্রামের বাসিন্দা। দু'‌ বছর ধরে সম্পর্ক রয়েছে তাঁদের। পুলিশের ধারণা, পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। 

অওরঙ্গাবাদের পুলিশ সুপার পঙ্কজ কুমার জানিয়েছেন, শনিবার সকালে বয়ফ্রেন্ডের বাড়ি যান তরুণী। খবর পেয়ে পৌঁছে যায় তাঁর পরিবারের লোকজন। তখন ছেলেটির বাড়িতে কেউ ছিলেন না। মেয়েটির দাদা তাঁকে ঘরে ফিরতে বলেন। মেয়েটি অস্বীকার করায় দু'‌জনকেই কুপিয়ে মেরে ফেলেন তিনি। 

হত্যাকাণ্ডের পর দু'‌জনের মরদেহ নদীর তীরে পুড়িয়ে ফেলার জন্য নিয়ে যায়। স্থানীয় কয়েক জনের চোখে পড়ে বিষয়টি। খবর দেন থানায়। পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে। দাহ বন্ধ করে অর্ধদগ্ধ দেহ দু'‌টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

অওরঙ্গাবাদের পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনায় দু'‌জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরো তিন জনকে আটক করেছে পুলিশ। সকলেই ওই তরুণ-তরুণীর পরিবারের সদস্য। তিনি জানিয়েছেন, এই ঘটনার পর এফআইআর দায়ের হয়েছে। দুই পরিবারের ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ছেলেটির দাদা এবং কাকাকেও আটক করা হয়েছে। এই ঘটনায় তাদেরও হাত রয়েছে বলে সন্দেহ পুলিশের। 

সূত্র: আজকাল।

মন্তব্যসাতদিনের সেরা