kalerkantho

রবিবার। ৫ আশ্বিন ১৪২৭ । ২০ সেপ্টেম্বর ২০২০। ২ সফর ১৪৪২

বৈরুতে বিস্ফোরণের কারণ বোমা হামলাও হতে পারে?

অনলাইন ডেস্ক   

৮ আগস্ট, ২০২০ ০৯:০৭ | পড়া যাবে ১ মিনিটেবৈরুতে বিস্ফোরণের কারণ বোমা হামলাও হতে পারে?

বৈরুতের বন্দরে বিস্ফোরণের ঘটনায় বাইরের সংশ্লিষ্টতা থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না প্রেসিডেন্ট মিশেল আউন বিস্ফোরণটির কারণ বোমা বা বাইরের হস্তক্ষেপ কিনা তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন  তিনি। 

এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট আউন বলেন, বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো পরিষ্কার করে কিছু জানা যায়নি। সেটা হয়ত মিসাইল বা বোমা হামলার জন্য হতে পারে।
তবে বিস্ফোরণের কারণ অবহেলা কিংবা দুর্ঘটনা কিনা সেটিও দেখা হবে বলে জানিয়েছেন তিনি। গণমাধ্যমে প্রেসিডেন্টের দেওয়া এই বক্তব্য নিশ্চিত করেছে তার কার্যালয়। গত মঙ্গলবার বৈরুতের বন্দর এলাকায় বিস্ফোরণ ঘটে। এতে বৈরুতের অর্ধেকই ধুলিস্যাৎ হয়ে গেছে। মারা গেছে দেড় শতাধিক মানুষ। গৃহহীন হয়েছেন লাখো মানুষ।

লেবাননের কর্মকর্তারা বিস্ফোরণের জন্য গুদামে হাজার হাজার টন অ্যামোনিয়াম নাইট্রেট নিরাপদে না রাখাকে দুষছেন। এর জের ধরেই বাড়ছে সরকার বিরোধী বিক্ষোভ। সরকারের বিরুদ্ধে বিক্ষোভে ফুঁসে উঠেছে লেবাননবাসী।

মন্তব্যসাতদিনের সেরা