kalerkantho

মঙ্গলবার । ১৪ আশ্বিন ১৪২৭ । ২৯ সেপ্টেম্বর ২০২০। ১১ সফর ১৪৪২

বৈরুতে নিহত বেড়ে ১০০, সংখ্যা আরো বাড়ার শঙ্কা

অনলাইন ডেস্ক   

৫ আগস্ট, ২০২০ ১২:১৩ | পড়া যাবে ১ মিনিটেবৈরুতে নিহত বেড়ে ১০০, সংখ্যা আরো বাড়ার শঙ্কা

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে একশ জনে ঠেকেছে। লেবানিজ রেড ক্রস আজ বুধবার স্থানীয় গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছে। গতকাল মঙ্গলবার বিস্ফোরণের ঘটনায় আরো অন্তত চার হাজার মানুষ আহত হয়েছেন।

জানা গেছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা সঙ্কটাপন্ন। সে কারণে মৃতের সংখ্যা আরো বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। বর্তমানে হাসপাতালগুলোর মর্গে মরদেহ তদারকিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে রেড ক্রস।

গতকাল মঙ্গলবার বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আজ বুধবার রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সরকারিভাবে তিন দিন শোক পালন করা হবে।

লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউন বলেছেন, দুই হাজার সাতশ ৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট ছয় বছর ধরে একটি গুদামে অনিরাপদভাবে সংরক্ষণ করে রাখা ছিল। সেখান থেকেই বিস্ফোরণ ঘটেছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সংরক্ষণ করে রাখা দাহ্য পদার্থের কারণে অগ্নিসংযোগ ঘটেছে, সেখান থেকেই এই বিস্ফোরণ হতে পারে।

সূত্র : ন্যাশনাল পোস্ট, রয়টার্স

মন্তব্যসাতদিনের সেরা