kalerkantho

শনিবার । ১১ আশ্বিন ১৪২৭ । ২৬ সেপ্টেম্বর ২০২০। ৮ সফর ১৪৪২

নেপালে ভূমিধসে ১০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক   

৩ আগস্ট, ২০২০ ২৩:০৮ | পড়া যাবে ১ মিনিটেনেপালে ভূমিধসে ১০ জনের মৃত্যু

নেপালে ভারী বৃষ্টিপাতে ভূমিধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। যাদের ৮ জন নির্মাণ শ্রমিক। দুজন স্থানীয় বাসিন্দা। এই নিয়ে গত তিন মাসে দেশটিতে বন্যা ও ভূমিধসে প্রায় ২০০ জনের মৃত্যু হলো।

মেলাচি পৌরসভার ডেপুটি মেয়র ভগবতীর বরাত দিয়ে আল জাজিরা এ খবর নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, কাঠমাণ্ডু থেকে উত্তরে ৫০ কিলোমিটার দূরের ছোট ওই শহরে হতাহতের এ ঘটনা ঘটে। ভূমিধসের সময় শ্রমিকরা ঘুমন্ত অবস্থায় ছিলেন। তারা সেখানে একটি কমিউনিটি হল তৈরি করছিলেন বলে জানান ওই মেয়র।

মারা যাওয়ার শ্রমিকদের মধ্যে কয়েকজন ভারতের নাগরিক রয়েছেন। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। তাদের একজনকে উদ্ধার করে হেলিকপ্টারে করে কাঠমুন্ডুতে নেওয়া হয়েছে।

গেল কয়েক সপ্তাহের ভারী বৃষ্টিতে দেশটির অধিকাংশ জেলার কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে রাস্তাঘাট, ব্রিজ, ক্ষতিগ্রস্ত হয়েছে জলবিদ্যুৎ প্রকল্পসহ বিভিন্ন স্থাপনা।

মন্তব্যসাতদিনের সেরা