kalerkantho

সোমবার  । ১৯ শ্রাবণ ১৪২৭। ৩ আগস্ট  ২০২০। ১২ জিলহজ ১৪৪১

পানিতে পড়েছে বন্ধু, বাঁচাতে গিয়ে পাঁচ শিশুর মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১৬ জুলাই, ২০২০ ১০:০৭ | পড়া যাবে ২ মিনিটেপানিতে পড়েছে বন্ধু, বাঁচাতে গিয়ে পাঁচ শিশুর মৃত্যু

বন্ধুকে বাঁচাতে গিয়ে মৃত্যু হলো পাঁচ শিশুর। খেলতে খেলতে বৃষ্টির পানিতে তৈরি হওয়া ডোবায় নেমেছিল দুই শিশু। কিন্তু টাল সামলাতে পারেনি তারা। তাদের ডুবে যেতে দেখে বাকি তিনজনও নেমে পড়ে। 

শেষ পর্যন্ত কেউ বেঁচে ফিরতে পারেনি। গতকাল বুধবার সন্ধ্যায় ভারতের মুর্শিদাবাদের রানিতলা থানা এলাকায় দুঃখজনক ঘটনাটি ঘটেছে। 

জানা গেছে, মৃত পাঁচ শিশু মিন্টু শেখ, শাকিল শেখ, ইউনুস শেখ, ইব্রাহিম শেখ ও আজমল শেখ। রানিতলা থানার একটি গ্রামের বাসিন্দা তারা। পাঁচজনেরই বয়স পাঁচ থেকে নয় বছরের মধ্যে। 

গ্রামের একই পাড়ায় বেড়ে ওঠার ফলে অন্তরঙ্গ বন্ধু ছিল তারা। প্রতিবেশিরা বলছে, মৃত্যুও তাদের আলাদা করতে পারল না।

স্থানীয়রা বলছেন, একটি ইটভাটার পাশে পাঁচজনে মিলে খেলা করছিল। সেখানে ডোবায় বৃষ্টির পানি জমেছিল। যা দেখে সেই পানিতে নামার চেষ্টা করে মিনটু ও শাকিল। কাদায় পা পিছলে তারা পানিতে পড়ে যায়। 

দুই বন্ধুকে বাঁচাতে বাকি তিনজনও নেমে পড়ে। কিন্তু কেউ আর ফিরে আসেনি। এদিকে সন্ধ্যা হয়ে যাওয়ায় পরিবারের লোকজন খুঁজতে গিয়ে ডোবায় তাদের মরদেহ ভেসে থাকতে দেখতে পায়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা