kalerkantho

শনিবার । ২৪ শ্রাবণ ১৪২৭। ৮ আগস্ট  ২০২০। ১৭ জিলহজ ১৪৪১

আক্রান্ত হওয়ার দু’‌মাস পরেও ছাড়ছে না উপসর্গ!‌ নতুন গবেষণায় করোনা আরও ভয়ঙ্কর

কালের কণ্ঠ অনলাইন   

১৩ জুলাই, ২০২০ ০৯:২৩ | পড়া যাবে ১ মিনিটেআক্রান্ত হওয়ার দু’‌মাস পরেও ছাড়ছে না উপসর্গ!‌ নতুন গবেষণায় করোনা আরও ভয়ঙ্কর

প্রতিদিনই গবেষণায় করোনা নিয়ে উঠে আসছে নতুন নতুন তথ্য। এমনই এক তথ্য উঠে এসেছে ইতালির এক গবেষণায়। চিকিৎসকরা বলেছেন, একবার করোনা আক্রান্ত হলে শরীরে তৈরি হয় অ্যান্টিবডি। যা দিয়ে সংক্রমণ রোখা সম্ভব।  কিন্তু ইতালির গবেষকরা বলছেন, করোনা রিপোর্ট নেগেটিভ এলেও আক্রান্তের শরীরে আক্রান্ত হওয়ার দু’‌মাস পরেও দেখা যাচ্ছে নানারকম উপসর্গ।
ইতালির ১৪৩ জন করোনা আক্রান্তের ওপর একটি সমীক্ষা চালিয়েছিলেন গবেষকরা। এই ১৪৩ জন করোনা আক্রান্তের ৯০ শতাংশ আক্রান্ত হওয়ার দু’মাস পরেও শরীরে উপসর্গ নিয়ে ঘুরছেন। তাঁদের মধ্যে ক্লান্তি রয়েছে, রয়েছে আরও নানারকম শারীরিক সমস্যা। মাত্র ১২.৬ শতাংশ মানুষ একেবারে করোনা উপসর্গকে শরীর থেকে নির্মুল করতে পেরেছেন। অ্যান্টিবডি তৈরি হলেই একাধিকবার করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা চলে যায় কি না বা একজন ব্যক্তি একাধিকবার করোনা আক্রান্ত হতে পারেন কি না, তা নিয়ে এখনও দ্বন্দ্ব রয়েছে চিকিৎসকদের মধ্যে।

 

মন্তব্যসাতদিনের সেরা