kalerkantho

রবিবার। ১ ভাদ্র ১৪২৭। ১৬ আগস্ট ২০২০। ২৫ জিলহজ ১৪৪১

নেপালে ভয়াবহ ভূমিধস, নিহত ১০

কালের কণ্ঠ অনলাইন   

১০ জুলাই, ২০২০ ২১:২২ | পড়া যাবে ১ মিনিটেনেপালে ভয়াবহ ভূমিধস, নিহত ১০

নেপালে ভয়াবহ ভূমিধসে অন্তত ১০ জন নিহত হয়েছে এবং নিখোঁজ আছে আরো ১৫ জন। শুক্রবার কাঠমাণ্ডু পোস্ট জানিয়েছে, বৃহস্পতিবার রাতে কাস্কি ও লামজং জেলায় একাধিক ভূমিধসে অন্তত ১০ জন মারা গেছে। এদের মধ্যে কাস্কি জেলার বিভিন্ন অংশে টানা বৃষ্টির জেরে তিনটি পৃথক ভূমিধসে সাতজন প্রাণ হারিয়েছে।

পুলিশের ডিএসপি সুবাস হামাল জানান, রাত আড়াইটার দিকে পোখড়ার সরংকোট গোথাদির একটি বাড়ি ভূমিধসে পড়ে যাওয়ায় তিন শিশুসহ মোট পাঁচজনের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, একই ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়। যখন ভূমিধসের ঘটনা ঘটে, তখন তারা জন্মদিন উপলক্ষে একটি বাড়িতে জড়ো হয়েছিল।

এদিকে পোখারায় পৃথক ভূমিধসে নিহত হয়েছে আরো তিনজন। কালিমাটি ও ফুসারে ভয়াবহ ভূমিধসের জেরে সিদ্ধার্থ হাইওয়ে বন্ধ হয়ে গেছে।

মন্তব্যসাতদিনের সেরা