kalerkantho

সোমবার । ২৬ শ্রাবণ ১৪২৭। ১০ আগস্ট ২০২০ । ১৯ জিলহজ ১৪৪১

ভারতে লকডাউনকালের সুখ-দুঃখ : যা উঠে এলো জরিপে

কালের কণ্ঠ অনলাইন   

৭ জুলাই, ২০২০ ১৭:১২ | পড়া যাবে ২ মিনিটেভারতে লকডাউনকালের সুখ-দুঃখ : যা উঠে এলো জরিপে

করোনার কারণে জারি করা লকডাউনে বিশ্বের বহু মানুষই অনিশ্চিত ভবিষ্যতে আতঙ্কিত৷ অবসাদগ্রস্থ৷ মনের অসুখে ভুগছেন বিশ্বের একটা বড় অংশের মানুষ৷ তবে এই লকডাউনের মধ্যেও ভারতের একটা অংশের মানুষ খুব আনন্দে সময় কাটিয়েছেন।

ভারতে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের লকডাউনে তারা চুটিয়ে উপভোগ করেছেন৷ সম্প্রতি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (লখনউ) ও কোয়ালিসিস রিসার্চ অ্যান্ড কনসালটিং যৌথভাবে একটি অনলাইন সমীক্ষা চালায়৷ সমীক্ষায় দেখা গেছে, দেশের একটা অংশের মানুষ  লকডাউনের দিনগুলো বেশ উপভোগ করেছেন। ভারতজুড়ে ৯৩১ জন এই সার্ভেতে অংশ নেন ফেসবুক ও লিঙ্কডইন-এ৷ তার মধ্যে ১২৪ জন বলেছেন, তারা সুখী৷ সার্ভেতে জানা গেছে, ৫৬ শতাংশ মানুষ লকডাউনের সময় বাড়িতে নতুন নতুন পদ রান্না করেছেন৷ ৩৮ শতাংশ মানুষ আত্মীয়দের সঙ্গে চুটিয়ে গল্প করেছেন ফোনে৷

তাদের বক্তব্য, ঘামে ভিজে, যানজট সামলে অফিস যাওয়ার চিন্তা নেই, পরিবারের সঙ্গে অফুরন্ত সময় কাটানো, বাড়ির পোশাক পরে অফিস; এই সবই তারা আনন্দের সঙ্গে উপভোগ করেছেন৷ শুধু চাকুরিজীবীরাই নন, লকডাউন উপভোগ করেছেন অনেক ছাত্র-ছাত্রীও৷ 

দেশটির পঞ্জাবের ২২ বছর বয়সী এক ছাত্র বলেন, হঠাত্‍ পাওয়া ছুটি৷ পরিবারের সঙ্গে চুটিয়ে সময় কাটছে৷ প্রচুর ঘুমিয়েছি৷ কাজও সেরকম নেই৷  ৪৮ বছরের দিল্লিবাসী এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট জানিয়েছেন, পরিবার, বিশেষ করে সন্তানদের সঙ্গে সময় কাটানোর মতো সময়ই পাই না৷ লকডাউনে সেই সময় পেয়েছি৷ খুবই উপভোগ করেছি৷  

ভারতের গুরুগ্রামের ৩৪ বছরের এক ইনভেস্টমেন্ট ম্যানেজারের কথায়, স্ত্রী ও সন্তানের সঙ্গে দারুণ সময় কাটিয়েছি৷ বাড়ির কাজ স্ত্রীর সঙ্গে ভাগ করে নিয়েছি৷ বন্ধুদের সঙ্গে ফোনে ভিডিও কলে চুটিয়ে আড্ডা মেরেছি৷

মন্তব্যসাতদিনের সেরা