kalerkantho

শুক্রবার । ২৩ শ্রাবণ ১৪২৭। ৭ আগস্ট  ২০২০। ১৬ জিলহজ ১৪৪১

চীন থেকে বিদ্যুৎ আমদানি করবে না ভারত!

কালের কণ্ঠ অনলাইন   

৩ জুলাই, ২০২০ ২২:০৮ | পড়া যাবে ১ মিনিটেচীন থেকে বিদ্যুৎ আমদানি করবে না ভারত!

গত ১৫ জুন ভারত-চীন রক্তক্ষয়ী সংঘর্ষের পর বেইজিংকে বাণিজ্যিকভাবে কোণঠাসা করতে চাইছে মোদি সরকার। এরই মধ্যে ৫৯টি চীনা অ্যাপস নিষিদ্ধ করেছে দেশটির তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়। সড়ক নির্মাণে চীনা অংশীদারিত্ব আটকাতে উদ্যোগ নিয়েছেন দেশটির মন্ত্রী নীতিন গডকড়ি। আর এবার বিদ্যুৎও আমদানি করবেন না বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আরেক সিং।

এনডিটিভির এক খবরে বলা হয়, চীন থেকে বিদ্যুৎ আমদানি রুখতে রাজ্যগুলোকে আহ্বান জানিয়েছেন আরেক সিং। রাজ্যগুলো বিদ্যুৎ মন্ত্রীদের সঙ্গে শুক্রবার টেলি-বৈঠক করেন আরকে সিং।

বৈঠকে তিনি বলেন, ২০১৮-১৯ মৌসুমে বিদ্যুৎ ক্ষেত্রে আমরা ৭১ হাজার কোটি রুপির সামগ্রী আমদানি করেছে। চীন থেকে এসেছে ২১ হাজার কোটি রুপির পণ্য। আমাদের এই নির্ভরতা বন্ধ করতে হবে। যে দেশ আমাদের সেনাদের ওপর হামলা চালাচ্ছে, ভূখণ্ড কাড়তে চাইছে, তাদের অর্থনীতি আমরা মজবুত করবো?

দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী বলেছেন, আমরা চীন আর পাকিস্তান থেকে কিছু আমদানি করবো না। আপনাদেরও করতে দেবো না। ম্যালওয়ার বা ভাইরাস ছড়িয়ে আমাদের বিদ্যুৎ বিপর্যয়ের মুখে ফেলতে পারে চীন।

মন্তব্যসাতদিনের সেরা