kalerkantho

রবিবার । ২১ আষাঢ় ১৪২৭। ৫ জুলাই ২০২০। ১৩ জিলকদ  ১৪৪১

৩০ দিনে নতুন কোন করোনা আক্রান্ত নেই যে দেশে

কালের কণ্ঠ অনলাইন   

৭ জুন, ২০২০ ১১:২৫ | পড়া যাবে ১ মিনিটে৩০ দিনে নতুন কোন করোনা আক্রান্ত নেই যে দেশে

করোনা ভাইরাসের প্রকোপ এখন গোটা বিশ্ব জুড়ে। বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। তবে এরই মধ্যে কমতে শুরু করেছে এশিয়ার দেশ ব্রুনাই এর আক্রান্তের সংখ্যা। গেল ৩০ দিনে নতুন করে কেউ আক্রান্ত হয়নি দেশটিতে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী শনিবার তথ্যটি নিশ্চিত করেছেন।

গেল ২৪ ঘণ্টায় ব্রুনাইয়ে ৫৩৮ জনের করোনা টেস্ট করা হয়। কিন্তু কেউ-ই পজিটিভ হননি। এ নিয়ে টানা ৩০ দিন দেশটিতে করোনা রোগী শনাক্ত হচ্ছে না। এ পর্যন্ত মোট ১৩৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে দেশটিতে। এর মধ্যে মারা গেছে ২ জন , সুস্থ হয়ে উঠেছেন ১৩৫ জন। চিকিৎসাধীন অবস্থায় আছেন ১জন।

 করোনার প্রকোপের পর মালয়ে ২১ হাজার ১৫৭ জনের করোনা টেস্ট করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা