kalerkantho

বৃহস্পতিবার । ১ শ্রাবণ ১৪২৭। ১৬ জুলাই ২০২০। ২৪ জিলকদ ১৪৪১

চীনে প্রাথমিক বিদ্যালয়ে ছুরি হামলা, ৩৯ জন আহত (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

৪ জুন, ২০২০ ১৪:২৮ | পড়া যাবে ১ মিনিটেচীনে প্রাথমিক বিদ্যালয়ে ছুরি হামলা, ৩৯ জন আহত (ভিডিও)

চীনের একটি প্রাথমিক স্কুলে ছুরি দিয়ে হামলায় কমপক্ষে ৩৯ জন শিক্ষার্থী ও স্টাফ আহত হয়েছে। গ্লোবাল টাইমস জানায়, বৃহস্প্রতিবারের এ হামলা কেন করা হয়েছে তার কারণ এখনও জানা যায়নি। এ হামলা ঘটেছে দক্ষিণ চীনের গোয়াংঝি জুয়াংগ অঞ্চলের ওয়াংগফু কাউন্টি সেন্টার প্রথমিক বিদ্যালয়ে সকাল ৮.৩০ মিনিটে।

এ হামলায় অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। তিনি ৫০ বছর বয়সী লি ঝিয়াওমিন। স্কুলের নিরাপত্তা গার্ড হিসেবে কাজ করতেন। পুলিশ তাকে আটক করেছে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ক্যাংগউ সরকার জানায়, হামলায় আহত হয়েছে মোট ৩৯ জন। এর মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আহতদের চিকিৎসার জন্য আনা হয়েছে। ২০১৯ সালের সেপ্টেম্বরে এ ধরণের একটি হামলায় ৮ জন শিক্ষার্থী মারা যায়।

সূত্র: গ্লোবাল টাইমস 

 

মন্তব্যসাতদিনের সেরা